• 'বিয়েটা এবার করতেই হবে...' রায়বরেলিতে কেন বললেন রাহুল?
    আজ তক | ১৩ মে ২০২৪
  • Rahul Gandhi Marriage:লোকসভা নির্বাচনের মধ্যেই রায়বেরেলিতে জোর কদমে প্রচার চালাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই সময় তিনি সোমবার আবার রায়বেরেলি পৌঁছন সমাবেশ করতে। রাহুলের বক্তব্য শেষ হলে জনতা তাকে জোরে প্রশ্ন করতে শুরু করে।

    ভিড় থেকে বারবার একই প্রশ্ন উঠছিল যে রাহুল কবে বিয়ে করবেন? ভিড়ের জোরে চিৎকার শুনে রাহুল তার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকদের জিজ্ঞাসা করলেন জনতা কি প্রশ্ন করছে। তিনি নিজেই প্রশ্ন শুনে বললেন, 'এখন তাড়াতাড়ি করতে হবে।'

    ২০শে মে ভোট হওয়ার কথা
    আমরা আপনাকে জানাই যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেরালার ওয়ানাডের সাংসদ, এবার দুটি লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই তার ওয়ানাড আসনে ভোট হয়েছে। এছাড়াও তিনি ইউপির রায়বেরেলি আসন থেকে ইন্ডিয়া ব্লকের প্রার্থী। আগামী ২০ মে এই আসনে ভোট হওয়ার কথা।

    প্রচারণাও চালাচ্ছেন প্রিয়াঙ্কা
    রাহুল গান্ধী ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী এই লোকসভা আসনে জয়ের জন্য সর্বশক্তি প্রয়োগ করেছেন। প্রিয়াঙ্কা আসলে রায়বেরেলির জন্য একটি বিশেষ প্রচার শুরু করেছেন, যেখানে তিনি একদিনে প্রায় ১৬টি গ্রাম পরিদর্শন করছেন। এদিকে, এটাও বলা হচ্ছে যে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের একটি যৌথ সমাবেশও ১৭মে রায়বেরেলিতে হতে চলেছে।

    কনৌজে সমাবেশ করেছেন
    সম্প্রতি, কংগ্রেস নেতা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের কনৌজে ইন্ডিয়া ব্লকের ব্যানারে একটি মেগা সমাবেশ করেছেন। ভারত ব্লকের অনেক বড় নেতা এসপির এই সমাবেশে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। রাহুল বলেছিলেন যে উত্তরপ্রদেশে ভারত জোটের ঝড় আসছে, দেশে বিজেপির সবচেয়ে বড় পরাজয় হতে চলেছে ইউপিতে, আপনারা তা লিখিতভাবে নিন।

     
  • Link to this news (আজ তক)