রাজীব চক্রবর্তী: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। ১৫ এপ্রিল জামিনের আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন। রায়দান স্থগিত রেখেছিল আদালত। কেজরিওয়ালের পর এবার কি হেমন্ত সোরেন! লোকসভার প্রচারের জন্য এবার কি একই রাস্তায় জামিন পেতে পারেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী? অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনকে হাতিয়ার করে এবার শীর্ষ আদালতে জামিনের আবেদন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও।
নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী কপিল সিব্বল। এ বিষয়ে ইডিকে নোটিস জারি করেছে বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ। প্রাথমিকভাবে, জুলাইতে আদালতের গ্রীষ্মকালীন ছুটির পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল আদালত। কিন্তু লোকসভা নির্বাচনে প্রচারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জরুরী শুনানির পক্ষে জোরালো সওয়াল করেন সিব্বল। পরবর্তী শুনানি ১৭ মে।