• নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করতে চলেছেন পুতিন
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে পদ থেকে সরিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে, অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করতে চান তিনি। জানা গিয়েছে, এটি একটি জরুরি পরিবর্তন। আশির দশকের সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির মত রাশিয়ার বর্তমান অর্থনীতিও এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে দেশের মোট জিডিপির একটা বড় অংশ চলে যাচ্ছে রুশ সশস্ত্রবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর খাতে। সামরিক বাজেটের সঙ্গে জাতীয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে সংহত করার বিষয়টি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। ব্যয় নিয়ন্ত্রণ করতেই প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নিযুক্ত করার প্রস্তাব। রবিবার পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেন। তবে বিষয়টি এখনো রুশ পার্লামেন্টের অনুমোদন পায়নি। মঙ্গলবার ১৪ মে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে। বেলোসভ এর আগে, পুতিনের মন্ত্রিসভায় অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, সের্গেই শোইগু রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হতে পারেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)