• ‘অবিলম্বে যুদ্ধবিরতির দরকার’, গাজায় ৩৫ হাজার প্যালেস্তাইনির মৃত্যুর পর আহ্বান রাষ্ট্রসংঘের মহাসচিবের...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজায় ফের যুদ্ধবিরতির আহ্বান জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজার কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, অক্টোবর থেকে এখনও পর্যন্ত উপত্যকাটিতে ৩৫ হাজারেরও বেশি প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। এক ভিডিও বার্তায় গুতেরেস হামাসের হাতে পণবন্দি ইজরায়েলিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, যুদ্ধবিরতি শুরু করতে হবে। তিনি আরও সতর্ক করেন, যুদ্ধের অভিঘাত থেকে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে। অন্যদিকে, ইজরায়েলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যুদ্ধে বহু প্যালেস্তাইনি আবার নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)