• বিশ্বকাপের পর টি-২০ থেকে অবসর নেবেন রোহিত শর্মা' জল্পনা তুঙ্গে ...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ কেরিয়ারের সায়াহ্নে রোহিত শর্মা। শোনা যাচ্ছে, আসন্ন বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিতে পারেন ভারত অধিনায়ক। হার্দিক পাণ্ডিয়াকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবছে বিসিসিআই। তাই চলতি আইপিএলে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। টি-২০ কেরিয়ারের অন্তিমলগ্নে চলে এসেছেন রোহিত। তাই এই ফরম্যাটে ভারতীয় অলরাউন্ডারকে পরবর্তী নেতা হিসেবে চাইছে বোর্ড। সেই কারণেই বিশ্বকাপের দলে তাঁকে সহ অধিনায়ক করা হয়েছে। রোহিত এবং হার্দিকের মধ্যে সম্পর্ক ভাল নয়। খেলা চলাকালীন নিজেদের মধ্যে পেশাদারিত্ব বজায় রাখলেও, মাঠের বাইরে কেউ কারোর সঙ্গে কথা বলেন না। কলকাতায় মুম্বইয়ের ম্যাচের আগে যা স্পষ্ট। রোহিতের ধারেকাছে দেখা যায়নি হার্দিককে। সেই সময় মাঠে ছিলেন সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। কিন্তু হার্দিক মাঠে নামার পর তাঁদের আর দেখা যায়নি তাঁদের। গতকাল একটি রিপোর্টে জানা যায়, হার্দিককে টি-২০ বিশ্বকাপের দলে চাননি অজিত আগরকর, রোহিত শর্মা এবং নির্বাচকরা। কিন্তু চাপে পড়ে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে রাখা হয়। কে বা কারা এই চাপ দিয়েছে জানা যায়নি। তবে বোর্ডের শীর্ষকর্তাদের অনেকেই হার্দিককে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছে। অন্তত টি-২০ তে। বোর্ডের এই সিদ্ধান্ত থেকেই রোহিতের সংক্ষিপ্ত ফরম্যাটে ভবিষ্যৎ পরিষ্কার। ৩৭ বছরে টি-২০ কেরিয়ার পেছনে ফেলে এসেছেন ভারতের নেতা। ২০২২ থেকে দেশের জার্সিতে মাত্র তিনটে টি-২০ ম্যাচ খেলেছেন রোহিত। দুটো শূন্য এবং একটি শতরান করেন। আইপিএলে শুরুটা ভাল করলেও বর্তমানে ফর্মের ধারেকাছে নেই। শেষ ছয় ম্যাচে রান পাননি। যা বোর্ড কর্তা এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও চিন্তায় ফেলে দিয়েছে। সুতরাং, বোঝাই যাচ্ছে টি-২০ বিশ্বকাপের পর আর ভারতের জার্সিতে এই ফরম্যাটে দেখা যাবে না রোহিতকে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। 
  • Link to this news (আজকাল)