• রাহুল-গোয়েঙ্কা বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বীরু, কী বললেন'...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা বিতর্কে এবার ঘি ঢাললেন বীরেন্দ্র শেহবাগ। তিনি মনে করেন, দলের পরিস্থিতি যাই হোক না কেন, কর্ণধারের উচিত ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানান ভারতের প্রাক্তনী। ব্যবসা, লাভ-লোকসানের প্রসঙ্গও টানেন তিনি। শেহবাগ বলেন, "এই সব ব্যবসায়ীরা শুধু লাভ-ক্ষতি বোঝে। কিন্তু এখানে তো তাঁর কোনও ক্ষতি হয়নি। তাহলে কেন এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি আয় করছেন। এটা এমন একটা ব্যবসা যেখানে আপনার নিজের কিছু করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে। সুতরাং, যাই হোক না কেন, আপনার লাভই হচ্ছে।" রাহুলের পাশে দাঁড়িয়ে লখনউয়ের মালিককেই একহাত নেন বীরু। জানান, খারাপ পরিস্থিতিতে বরং ক্রিকেটারদের আরও উদ্দীপ্ত করতে হয়। একইসঙ্গে পাশে থাকার বার্তা দিলেন। শেহবাগ বলেন, "ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুমে কথা বলা উচিত মালিকদের। খারাপ দিনে ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়া উচিত। মালিকদের থেকে এটাই কাম্য। প্লেয়ারকে উদ্দীপ্ত করাই তাঁদের কাজ। এই ঘটনার পর সংশ্লিষ্ট ক্রিকেটার দল ছেড়ে চলে যেতে চাইলে ক্ষতি আপনারই। তাঁকে নেওয়ার অন্য ফ্র্যাঞ্চাইজি আছে। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে ফেললে জেতার সম্ভাবনা আরও কমে যায়।" প্রায় এক সপ্তাহ কেটে গেলেও রাহুল-গোয়েঙ্কা বিতর্ক থামার নয়। 
  • Link to this news (আজকাল)