• ‌ ধুলো ঝড়ের জেরে মুম্বইয়ে ভেঙে পড়ল বিলবোর্ড, মৃত আট, অনেকের চাপা পড়ার আশঙ্কা...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বইয়ে আচমকাই ধুলো ঝড়। সঙ্গে মরশুমের প্রথম বৃষ্টি। আর এই ধুলো ঝড়ের জেরে ঘাটকোপর এলাকায় উপড়ে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। আশঙ্কা, ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েছেন অনেকেই। মারা গেছেন অন্তত আট জন। যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে খবর। এদিকে ঝড়ে মুম্বই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এর মধ্যেই ঝড়ের জেরে ঘাটকোপড়ের ওই বিলবোর্ডটিও ভেঙে পড়ে। ভিডিওয় দেখা গেছে, পেট্রোল পাম্পের ছাদ দুমড়ে গিয়েছে বিলবোর্ডের ভারে। তার নীচে চাপা পড়েছে কিছু গাড়িও। আপাতত ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।বিকেল সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে। এদিকে ঝড় ও বৃষ্টির জেরে বিমান, রেল ও মেট্রো পরিষেবা সাময়িক স্থগিত রয়েছে। একাধিক এলাকায় বিদ্যুৎ নেই। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী তিন চার ঘণ্টার মধ্যে মুম্বইয়ের পালঘর, ঠাণের মতো একাধিক এলাকায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)