• শেষ হল ২ দিন ব্যাপী সামরিক বাহিনীর সম্মেলন ‘‌পরিবর্তন চিন্তন ২’...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নয়া দিল্লিতে শেষ হল ২ দিন ব্যাপী সামরিক বাহিনীর সম্মেলন ‘‌পরিবর্তন চিন্তন ২’। সামরিক বাহিনীর নীতিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা এই সম্মেলনে আলোচনা করেছেন সিডিএস জেনারেল অনিল চৌহান। সম্মেলনে উপস্থিত ছিলেন তিন বাহিনীর সদর দপ্তর থেকে শুরু করে সামরিক বিষয়ক দপ্তর, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এবং চিফস অফ স্টাফ কমিটির সদস্যরা। ভারতীয় সেনা, ভারতীয় নৌ–বাহিনী এবং ভারতীয় বায়ুসেনার প্রত্যেককে একসঙ্গে হয়ে কাজ করার বিষয়েই আলোচনা হয় সম্মলনে। সিওএসসি সাব-কমিটির যৌথতা ও সংহতির জন্য প্রয়োজনীয় উদ্যোগের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে পরিবর্তন চিন্তন ২-এ । সিডিএস জেনারেল অনিল চৌহান আত্মবিশ্বাসী যে, একই ছাতার তলায় কাজ করার চিন্তাভাবনা সশস্ত্র বাহিনীকে মাল্টি-ডোমেইন অপারেশনে আর শক্তিশালী করে তুলবে।সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি হওয়া মানে ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সংকল্প করা 
  • Link to this news (আজকাল)