• ‌ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিমান ওঠানামায় জারি নিষেধাজ্ঞা ...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই। সোমবার দুপুর তিনটে নাগাদ ধুলো ঝড়ে আকাশ পুরো ঢেকে যায়। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। প্রসঙ্গত, মরশুমের প্রথম বৃষ্টি পেল মুম্বইয়ের একাধিক এলাকা। বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি পেয়েছেন মুম্বই সহ আশপাশের এলাকার মানুষজন। তবে ধুলো ঝড়ের জেরে রীতিমতো সমস্যায় পড়তে হয় রাস্তায় বেরনো মানুষজনকে।এদিন দুপুর তিনটে নাগাদ বাণিজ্যনগরীতে শুরু হয় ধুলো ঝড়। যার হাত থেকে বাঁচতে মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়তে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় ঘাটকোপার, বান্দ্রা কুরলা, ধারাভি এলাকায়। মুম্বই বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত করে দেওয়া হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী তিন চার ঘণ্টার মধ্যে মুম্বইয়ের পালঘর, ঠাণের মতো একাধিক এলাকায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ার জেরে একাধিক এলাকায় গাছ ভেঙে পড়েছে। ব্যস্ত রাস্তাতেও গাছ ভেঙে পড়ে। তবে হতাহতের খবর নেই। 
  • Link to this news (আজকাল)