• ‌বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোট পড়ল ৭৫.‌৬৬ শতাংশ ...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্যে ভোটদানের হার ৭৫.‌৬৬ শতাংশ। বিকেল পাঁচটা অবধি এই ভোটদানের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চতুর্থ দফায় দেশের ৯৬ আসনে হল ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গের আট কেন্দ্রেও ছিল ভোটগ্রহণ। কেন্দ্রগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বোলপুরে। সেখানে ভোটদানের হার ৭৭.‌৭৭ শতাংশ। তারপরেই রয়েছে রানাঘাট। সেখানে ভোট পড়েছে ৭৭.‌৪৬ শতাংশ। এছাড়া বহরমপুর (‌৭৫.‌৩৬ শতাংশ)‌, কৃষ্ণনগর (‌৭৭.‌২৯ শতাংশ)‌, বর্ধমান পূর্ব (‌৭৭.‌৩৬ শতাংশ)‌, বর্ধমান–দুর্গাপুর (‌৭৫.‌০২ শতাংশ)‌, আসানসোল (‌৬৯.‌৪৩ শতাংশ)‌ ও বীরভূম (‌৭৫.‌৪৫ শতাংশ)‌। 
  • Link to this news (আজকাল)