• ভোট চলাকালীন বড়ঞা পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ ...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস এজেন্টদেরকে বুথ থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে সোমবার ভোট চলাকালীন ধুন্ধুমার বেঁধে গেল মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়ঞা বিধানসভা এলাকার হরিবাটী গ্রামে। বড়ঞা ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক অভিযোগ করেন, "সোমবার সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই স্থানীয় তৃণমূল কর্মীরা হরিবাটী শিশু শিক্ষা কেন্দ্রের ৫১ এবং ৫২ নম্বর বুথে কংগ্রেস এজেন্টদেরকে ঢুকতে বাধা দেয়। তৃণমূল কর্মীরা ওই দুটো বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করছিলেন।" ঘটনার খবর কংগ্রেসের তরফ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হলে বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছে বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েতকারীদেরকে লাঠি চালিয়ে হটিয়ে দেয় বলে অভিযোগ। আজাদ মল্লিক জানিয়েছেন, "পুলিশ গিয়ে হস্তক্ষেপ করার পরেই ওই বুথে কংগ্রেস এজেন্ট ঢুকতে পেরেছে।" যদিও সম্পূর্ণ বিনা প্ররোচনাতে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বড়ঞা ব্লক সভাপতি গোলাম মুর্শেদ। বুথে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "ওই দুটি বুথে সকাল থেকেই কংগ্রেসের এজেন্ট রয়েছে। তবে বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার দৃষ্টিহীন এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট দেওয়া নিয়ে কিছু সমস্যা তৈরি করছিলেন। তৃণমূলের এজেন্ট সেই নিয়ে প্রতিবাদ করলে প্রিজাইডিং অফিসারের সাথে তার বচসা বেঁধে যায়। সেই সময় সম্পূর্ণ বিনা প্ররোচনায় পুলিশ গিয়ে লাঠিচার্জ করে। ঘটনার সময় এলাকাতে আমাদের যে কয়েকজন কর্মী সমর্থক ছিলেন তাঁদের উপরও পুলিশ লাঠিচার্জ করেছে এবং আমাদের কর্মীদের ৫-৬টি বাইক ভাঙচুর করা হয়েছে।" যদিও লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের তরফে বলা হয়েছে -অবৈধ জমায়েতের খবর পেয়ে তারা সেই জামায়েত সরিয়ে দিয়েছে।
  • Link to this news (আজকাল)