• রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। এখনও পর্যন্ত ৮৭ টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৬৫ টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। দুটি মামলায় ত্রুটি আছে। বাকি ২০ টি মামলার তদন্ত চলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই রিপোর্ট নিয়ে নিজেদের বক্তব্য জানাবে ইডি। ১৭ জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইন বেঁধে দিল আদালত। পরবর্তী শুনানি ২৪ জুন। রেশন বন্টনে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানতে পারে ইডি। এরপর গত বছরের অক্টোবর মাসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার হন শঙ্কর আঢ্য। বর্তমানে ইডির জালে ধরা পড়েছেন শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। 
  • Link to this news (আজকাল)