• ‌গাজায় সাধারণ মানুষের প্রাণহানি কখনওই গ্রহণযোগ্য নয়, রাষ্ট্রপুঞ্জে জানাল ভারত...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গাজায় সাধারণ মানুষের প্রাণহানি কখনওই গ্রহণযোগ্য নয়, রাষ্ট্রপুঞ্জে জানাল ভারত। প্রসঙ্গত, গাজায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলি সেনা অভিযানের ফলে সাধারণ নাগরিকদের প্রাণহানি এবং ওই অঞ্চলে তৈরি মানবিক সঙ্কট কখনই গ্রহণযোগ্য নয় বলে ভারত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে প্যালেস্তাইন সংক্রান্ত বিশেষ জরুরী অধিবেশনের দশম সংস্করণে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, ‘‌এই পরিস্থিতি গত ৭ মাস ধরে চলছে। আগামী দিনে ওই অঞ্চলে যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’‌ আন্তর্জাতিক আইন যেকোনও পরিস্থিতিতেই প্রত্যকটি দেশের মেনে চলা উচিত বলে জানান রুচিরা। শুধুমাত্র ইজরায়েলি অভিযানের নয়, ৭ ই অক্টোবর হামাসের হামলারও তীব্র নিন্দা করেন তিনি। অবিলম্বে সমস্ত বন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
  • Link to this news (আজকাল)