• আগস্টে ওটিটি চালু করবে কেন্দ্রীয় সরকার
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকালের প্রতিবেদন:‌ ভারতীয় সমাজ এবং সংস্কৃতি তুলে ধরতে এবার ওটিটি প্লাটফর্ম চালু করতে চলেছে প্রসার ভারতী। আগামী আগস্টেই চালু হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের নতুন ওটিটি প্লাটফর্ম। সরকারি সূত্রের খবর, প্রথম এক বা দু’‌বছর বিনামূল্যেই ওটিটি প্লাটফর্মের বিভিন্ন অনুষ্ঠান দেখা যাবে।  কেন্দ্রীয় সরকারের বক্তব্য, বর্তমানে বেশ কিছু ওটিটি প্লাটফর্ম রয়েছে, যেগুলি পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। এই সমস্ত বিষয় থেকে বহুদূরে থাকবে সরকারের পোর্টাল। ওটিটিতে এমন কনটেন্ট থাকবে, যেগুলি সপরিবার একসঙ্গে দেখা যাবে। কেন্দ্রের মতে, ‘‌বর্তমানে কিছু ওটিটি প্লাটফর্মে অশ্লীল শব্দের ব্যবহার পর্যন্ত চলছে। পরিবারের লোকজনের সঙ্গে সেই সব কনটেন্ট দেখার উপযুক্ত নয়। ফলে, সেই কনটেন্টগুলি দেখার সময় হঠাৎ পরিবারের কেউ সামনে চলে এলে অস্বস্তিতে পড়তে হয়। আমরা সেই কারণেই এমন একটি ওটিটি আনতে চলেছি, সেটি হবে পরিচ্ছন্ন এবং ভারতীয় সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধের ওপর কনটেন্ট পরিবেশন করবে। ফলে সরকারের নতুন ওটিটিতে সম্প্রচারিত অনুষ্ঠান সপরিবার দেখতে কোনও সমস্যা থাকবে না।’‌ নতুন সরকার গঠন হওয়ার প্রথম ১০০ দিনের কর্মসূচী তৈরি করা হয়েছে। সেখানে এই ওটিটির উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। প্রথম কয়েক বছর বিনামূল্যে এই ওটিটি দেখা যাবে। দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার পর মূল্য স্থির করা হবে। নতুন ওটিটির কনটেন্ট তৈরির দায়িত্বে থাকবেন কেরালা স্টোরির পরিচালক বিপুল শাহ, অভিনেতা কবীর বেদি সহ অনেকেই। ইতিমধ্যে তাঁদের সঙ্গে সরকারের শীর্ষস্তরের আধিকারিকদের একটি বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। গত বছরের সেপ্টেম্বরে নতুন ওটিটি প্লাটফর্ম চালু করার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় সরকার। তারজন্য বরাতও ডাকা হয়।‌
  • Link to this news (আজকাল)