• পঞ্চম দফা থেকে আরও বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা!‌ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে ভোট শান্তিপূর্ণ, জানাল কমিশন...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে পঞ্চম দফা থেকে। বাংলায় শেষ দু’দফায় কমিশনের প্রস্তাবিত বাহিনীর থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। পঞ্চম দফার পর ষষ্ঠ দফায় তা আরও বাড়বে। সপ্তম তথা শেষ দফায় আরও বৃদ্ধি করা হবে বাহিনী। ঝাড়গ্রামে থাকছে বিশেষ নজর। সেখানে প্রতি বুথে থাকবেন আট জন করে জওয়ান।প্রসঙ্গত, চতুর্থ দফার ভোটে রাজ্যে মোতায়েন করা হয়েছিল ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফায় ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ষষ্ঠ দফায় ১,০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। সপ্তম দফায় সেই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে। এদিকে আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। সেখানে প্রতি বুথে এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অর্থাৎ ঝাড়গ্রামে প্রতি বুথে থাকবেন আট জন করে জওয়ান। এদিকে, কমিশন জানিয়েছে, সোমবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া চতুর্থ দফার নির্বাচন রাজ্যে শান্তিপূর্ণ। কমিশনের কাছে ১,৭০৫টি অভিযোগ জমা পড়েছে। ভোটের দিন ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)