• ‌রাজ্যে প্রথম,‌ ১৮ বছর কিশোরের অঙ্গ প্রতিস্থাপন, ইতিহাস গড়ল এসএসকেএম...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • তীর্থঙ্কর দাস: এই প্রথম বাংলার সরকারি হাসপাতালে সম্পূর্ণ হল ১৮ বছর কিশোরের অঙ্গ প্রতিস্থাপন। হৃৎপিন্ড এবং দুটো ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে কিশোরের। ইতিহাস গড়েছে কলকাতার এসএসকেএম হাসপাতাল। জানা গেছে, ডায়মন্ড হারবারের ফলতা থানার অন্তর্গত আশিনা এলাকার বাসিন্দা ৫২ বছরের অরুণ কোলে বাড়ির সকলকে নিয়ে ১০ মে বিয়ে বাড়ি যাচ্ছিলেন। বিয়ে বাড়ির সামনে পৌঁছে রাস্তা পারাপারের সময় আচমকাই স্কুটি ধাক্কা মারে অরুণ বাবুকে। আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারের এক সরকারি হাসপাতালে। রেফার করে দেওয়া হয় এমআরবাঙুর হাসপাতালে। সেখান থেকে কিছু পরীক্ষা–নিরীক্ষার পর ফের রেফার করা হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার বিভাগে। ১১ তারিখ সকালে অস্ত্রোপ্রচার হয় অরুণ বাবুর। আজকাল ডট ইনকে তাঁর জামাই জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি অরুণ বাবুকে। রবিবার রাতে ব্রেন ডেথ হয় তাঁর। এরপর হাসপাতালের তরফে পরিবারকে অঙ্গদানের কথা জানানো হলে রাজি হয় অরুণ বাবুর পরিবার। এরপর সোমবার সন্ধেয় শুরু হয়ে যায় দেহদানের প্রস্তুতি। অরুণ বাবুর একটি কিডনি পাচ্ছেন কম্যান্ড হাসপাতালে ভর্তি থাকা ৩২ বছরের এক মহিলা। আর একটি কিডনি পাচ্ছেন এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ২৮ বছরের এক মহিলা। লিভার পাচ্ছেন এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ৫১ বছরের বৃদ্ধা । হৃৎযন্ত্র এবং ফুসফুস পাচ্ছে তরুণ ১৮ বছরের তরুণ। 
  • Link to this news (আজকাল)