নির্বাচনী প্রচারে দুই জেলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। দু’দলের নেতৃত্ব যা জানাচ্ছেন, তাতে একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দুই জেলায় একাধিক কর্মসূচি থাকতে পারে। তা নিয়ে সুর চড়াতে শুরু করেছেন দুই যুযুধান দলের নেতারা।
গত দু’টি লোকসভা ভোট থেকে বিধানসভা ভোটে রাঢ়বঙ্গে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য নেতা বিদ্যাসাগর চক্রবর্তী সোমবার জানান, দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, ১৯ মে, রবিবার প্রধানমন্ত্রী সভা করতে পুরুলিয়ায় আসতে পারেন। লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যমাত্রা নিয়ে বলরামপুর ও পুরুলিয়া বিধানসভা এলাকার কোনও বড় মাঠ খোঁজা হচ্ছে। বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রের মধ্যবর্তী কোনও এলাকাতেও মোদীর সভার সম্ভাবনায় একাধিক মাঠ দেখে রেখেছে বিজেপি। দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, ‘‘মোদীজির সভার জন্য আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছি। কয়েকটি মাঠও চিহ্নিত করে রাখা হয়েছে। দিনক্ষণ ঠিক হলেই দ্রুত প্রশাসনিক অনুমতি নিয়ে সভার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ব।’’
এ দিকে, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দুই জেলায় একই দিনে প্রচার কর্মসূচির সম্ভাবনার কথা ভাসতে শুরু করেছে। সূত্রের খবর, রবিবার বাঁকুড়া শহরে মুখ্যমন্ত্রীর মিছিল করার কথা। দলের পুরুলিয়া নির্বাচনী কমিটির চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মানবাজার বিধানসভার নপাড়া ফুটবল ময়দানে সভা করার কথা ছিল। আপাতত তা বাতিল হয়েছে। ঠিক হয়েছে ১৯ মে মুখ্যমন্ত্রী পুরুলিয়া শহরে পদযাত্রা করবেন।’’ তার আগে শনিবার বিষ্ণুপুর হাই স্কুল মাঠে মমতা জনসভা করতে পারেন মমতা। বিষ্ণুপুরের কর্মসূচির প্রস্তুতি নিয়ে সোমবার বৈঠক করেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। দলের জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, “দিদির সভা সফল করতে প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।”
আজ, মঙ্গলবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় একাধিক কর্মসূচি রয়েছে। আজ, মঙ্গলবার বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই কেন্দ্রেই একাধিক সভা করবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, সকালে বিষ্ণুপুর কেন্দ্রের সোনামুখীতে, দুপুরে বাঁকুড়া কেন্দ্রের তালড্যাংরা ও বিকেলে ওই কেন্দ্রের ছাতনায় সভা রয়েছে শুভেন্দুর। আজ, মঙ্গলবার বাঘমুণ্ডি বিধানসভার তুলিনে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বিষ্ণুপুর কেন্দ্রের বেলিয়াতোড় এবং ২১ মে শালতোড়া ও বলরামপুর বিধানসভায় সভা করার কথা তাঁর।
বুধবার সাঁতুড়ির হাঁসডিমাতে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। এ দিন প্রস্তুতি বৈঠকও করেন বিজেপি নেতৃত্ব। পরের ধাপে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রচারে আসার সম্ভাবনা আছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তবে কোন এলাকায় সভা করবেন আদিত্যনাথ, স্থির হয়নি।
সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি জানান, বৃহস্পতিবার সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পাত্রসায়র, মেজিয়া ও বড়জোড়ায় মিছিল করবেন। ওই দিনই সিপিএম নেতা আভাস রায়চৌধুরী ছাতনায় সভা করবেন। এছাড়া ২০ মে খাতড়ায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সভা রয়েছে। তার আগে শনিবার বাঁকুড়া শহরে মহামিছিল করবে সিপিএম। থাকতে পারেন দলের রাজ্য নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের।
কাশীপুর বিধানসভায় প্রচারে আসবেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। তবে দিন এখনও স্থির হয়নি।সূত্রের খবর, দেবের প্রচারের পাল্টা হিসাবে বিজেপি প্রচারে আনার পরিকল্পনা নিয়েছে তাদের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকে।