• ‌গ্রেপ্তার কুখ্যাত মানব পাচারকারী ‘স্করপিয়ন’
    আজকাল | ১৪ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইউরোপের অন্যতম কুখ্যাত মানব পাচারকারী বারজান মাজিদকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার সকালে ইরাকের কুর্দিস্তান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে ইংলিশ চ্যানেলে নৌকার মাধ্যমে মানব পাচার ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মাজিদ। কুর্দিস্তানের সুলায়মানিয়া শহরে বারজানের খোঁজ মিলেছিল। তিনি ‘‌স্করপিয়ন’‌ নামে পরিচিত। তিনি কয়েক হাজার শরণার্থীকে ইংলিশ চ্যানেল পার করিয়েছিলেন। স্করপিয়ন আসলে বারজান মাজিদ নামের এক কুর্দি ইরাকি। মাজিদ নিজেই পাচারের শিকার হয়েছিলেন। সে ২০০৬ সালের ঘটনা। তখন তার বয়স ২০ বছর। একটি লরিতে করে তাকে ব্রিটেনে পাঠানো হয়েছিল। তবে এক বছর পর তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। যদিও আরও কয়েক বছর ব্রিটেনে থেকে যান তিনি। সে সময়ে নানা অপরাধে একাধিকবার কারাগারে থাকতে হয়েছিল তাকে।
  • Link to this news (আজকাল)