• ‌গেটস ফাউন্ডেশন থেকে সরছেন মেলিন্ডা গেটস
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ–সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। সোমবার এক্স হ্যান্ডলে পোস্টে একথা জানান মেলিন্ডা। এই ফাউন্ডেশনে তাঁর কাজের শেষ দিন আগামী ৭ জুন। ২০০০ সালে তৎকালীন স্বামী বিল গেটসকে নিয়ে আমেরিকায় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেছিলেন তিনি। এই ফাউন্ডেশন থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।গেটস ফাউন্ডেশন জনস্বাস্থ্যের সবচেয়ে শক্তিশালী সংস্থাগুলোর মধ্যে একটি। এটি সংক্রামক রোগ নির্মূল, দারিদ্র্যতা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী প্রতি বছর বিলিয়ন ডলার খরচ করে আসছে। ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্যানুসারে, বিল–মেলিন্ডা দম্পতি ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁদের নিজস্ব সম্পদ থেকে ৩৬ বিলয়ন ডলার তথা ২৮ বিলিয়ন ইউরোর বেশি দান করেছেন সংস্থায়। প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে বিবাহবিচ্ছেদ হয় বিল গেটস ও মেলিন্ডার। 
  • Link to this news (আজকাল)