• ‌‌১১০ দিনে ২০০ বিমানে ভ্রমণ, যাত্রীদের লক্ষ লক্ষ টাকার গয়না হাতিয়ে ধৃত যুবক...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রায় ১১০ দিনে ভ্রমণ করেছেন ২০০ বিমানে। আর বিমানে বসা যাত্রীদের হ্যান্ডব্যাগ হাতড়ে লাখ লাখ টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছেন। অবশেষে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরাই জিনিস বেচাকেনার অভিযোগে এই মামলায় আরও এক জনকে ধরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাজেশ কাপুর নামে এক যুবক ১১০ দিনে ২০০টি বিমানে যাত্রা করেছেন। বিমানযাত্রার মাঝেই করতেন চুরি। পাহাড়গঞ্জ এলাকা থেকে রাজেশকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, গত ১১ এপ্রিল হায়দরাবাদ থেকে দিল্লিগামী বিমানে এক যাত্রীর সাত লক্ষ টাকার গয়না চুরি যায়। অন্য ঘটনাটি ২ ফেব্রুয়ারির। অমৃতসর থেকে দিল্লিগামী বিমানে এক যাত্রীর ২০ লক্ষ টাকার গয়না চুরি যায়। তদন্তে নেমে পুলিশ ওই দুই বিমানের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে। সেখানেই দেখা যায় ওই দুই বিমানের যাত্রী তালিকায় নাম ছিল রাজেশের। এরপর অভিযুক্তের খোঁজ পেতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের থেকে তথ্য চায় পুলিশ। রাজেশের ফোন নম্বর পেলেও তা ছিল ভুয়ো। পুলিশ পরে রাজেশের আসল নম্বর খুঁজে পায়। তার পরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশি জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে নেয় রাজেশ। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। ‌‌
  • Link to this news (আজকাল)