• ‌আদালতে আত্মসমর্পণ করে শর্তাধীন জামিন পেলেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি...
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আদালতে আত্মসমর্পণ করে শর্তাধীন জামিন পেলেন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর মঙ্গলবার সকালেই তিনি আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন। আইনজীবী মারফত জামিনের আবেদন জানান। আদালত শুনানি শেষে শর্তাধীন জামিন মঞ্জুর করে। বিশেষ সিবিআই আদালতের বিচারক জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না তিনি। অর্থাৎ আপাতত নিতুড়িয়া থানা এলাকা ছাড়তে পারবেন না লালা। আদালত জানিয়েছে এলাকার ৫০ কিলোমিটারের বাইরে যেতে পারবেন না অনুপ মাজি। তদন্তে সিবিআইকে পূর্ণ সহযোগিতা করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার ডাকবে, হাজিরা দিতে হবে বলে জানিয়েছে আদালত।প্রসঙ্গত লালাকে ‘রক্ষাকবচ’ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তাঁকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। কিন্তু কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী ২১ মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের। এরই মধ্যে মঙ্গলবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন তিনি। জামিনের আর্জি নিয়ে এদিন আদালতের দ্বারস্থ হন অনুপ মাজি। শর্তাধীন জামিনও পেয়ে যান তিনি। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। 
  • Link to this news (আজকাল)