• ‌গরমের দাপটের মধ্যেই বর্ষা নিয়ে সুখবর শোনাল মৌসম ভবন
    আজকাল | ১৪ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ষা এগিয়ে আসছে দেশে। সুখবর শুনিয়েছে মৌসম ভবন। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ নয়, মে মাসের মাঝামাঝি সময়েই দেশে বর্ষার প্রবেশ ঘটবে। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী সপ্তাহেই দেশে বর্ষা শুরু হয়ে যাবে। বিশেষত আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকছে। যা পরিস্থিতি তাতে ১৯ মে নাগাদ তার প্রবেশ ঘটে যাবে। তার পর ধীরে ধীরে কেরল ও পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হবে। তবে রাজ্যে মঙ্গলবার থেকে ফের গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হয়েছে। চলতি সপ্তাহে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও মঙ্গলবার থেকে গরম বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকলেও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বেলা বাড়লে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বুধবার থেকে আগামী পাঁচদিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গে। বুধবার থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে উধাও হবে বৃষ্টি। বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মালদা ও দুই দিনাজপুর বাদে বাকি সব জেলায় রবিবার অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 
  • Link to this news (আজকাল)