• মুম্বাইয়ে ভয়াবহ ধুলোঝড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল অন্ততপক্ষে ১৪
    দৈনিক স্টেটসম্যান | ১৪ মে ২০২৪
  • মুম্বাই, ১৪ মে  ?  মহারাষ্ট্রের ঘাটকোপারে ভয়াবহ ধুলোর ঝড়ে বিলবোর্ড ভেঙে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল অন্ততপক্ষে ১৪। আহতের সংখ্যা অন্তত ৬০। বিলবোর্ডের নীচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা দেখতে অভিযান চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনায় শোকপ্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডে নিহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। সেই সঙ্গে মুম্বই শহরের বিলবোর্ডগুলি নিয়ম মেনে লাগানো হচ্ছে কি না, তার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য প্রশাসনের তরফে এই ধরণের  বিলবোর্ডগুলি যে ধাতব কাঠামোর উপর বসানো হয়, সেগুলির রক্ষণাবেক্ষণে নজর রাখতে সতর্ক করা হয়েছে। ঘটনায় গুরুতর জখম ৪৪ জনক স্থানীয় রাজাওয়ারি হাসপাতালে চিকিত্সাধীন । প্রাথমিক চিকিত্সার পর ৩১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে হঠাত্ই ধুলোর ঝড় শুরু হয় বাণিজ্যনগরী মুম্বাইয়ে। বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে । এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্ঘটনায় মৃত অত্মীয়দের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন । এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি লেখেন, ?মুম্বাইতে একটি বিশাল বিলবোর্ড দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। আরও অনেকে আটকে পড়েছেন এবং আহত হয়েছেন জেনে দুঃখিত।? তিনি আরও লেখেন, ১০০ ফুট লম্বা বিলবোর্ড ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে, যা আধিকারিক এবং নাগরিকদের মতে বেআইনি ছিল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)