• নিরাপত্তার ঘেরাটোপে সকাল থেকে ভোটারদের লাইন বর্ধমানে
    দৈনিক স্টেটসম্যান | ১৪ মে ২০২৪
  • একাধিক বুথে ইভিএম খারাপের অভিযোগ
    আমিনুর রহমান:  বর্ধমান, ১৩ মে? দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই শেষ হলো বর্ধমানের লোকসভা ভোট৷ তবে রবিবার রাতে বর্ধমানের কেতুগ্রামে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছিল৷ তবে তারই মধ্যে ভোটগ্রহণ চলে৷ সোমবার দরজা খোলার অনেক আগেই লম্বা লাইন পডে় যায় কেন্দ্রগুলোতে৷ বিশেষ করে শহরের বুথগুলিতে এই ধরনের ঘটনা বেশি৷ সকাল সকাল ভোট দিতে মহিলাদের লম্বা লাইনও চোখে পডে়৷ সব বুথেই চলে কড়া নজরদারিতে ভোট গ্রহণ৷ বিশেষ করে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করে ভোটারদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল৷ এদিকে বুথ গুলিতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ও ভোটারদের ভিড় থাকলেও কার্যত জেলার সর্বত্র রাস্তাঘাট ছিল শুনশান৷ তবে সকাল থেকেই জেলার একাধিক বুথে ইভিএম যন্ত্রের গন্ডগোল নিয়ে অভিযোগ আসতে শুরু করে৷ পরে ওই মেশিন বদলে কোন জায়গায় এক ঘন্টা কোন কেন্দ্রে আধ ঘন্টা সময় পার করে ভোটগ্রহণ পর্ব শুরু হয়৷
    রবিবার রাতে কেতুগ্রামের চেচুরি গ্রামে বছর ৪৫ এর তৃণমূল কর্মী মিন্টু সেখকে একদল দুস্কৃতি বোমা মেরে কুপিয়ে খুন করে৷ তার পর থেকেই গ্রামে উত্তেজনা ছড়ায়৷ এই ঘটনায় বিজেপি তৃণমূল চাপান উতোর চলে দিনভর৷ কালনার পূর্বস্থলীতে বিজেপি কর্মীকে অস্ত্র দিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে৷ পূর্বস্থলীর ২২৭ নং বুথে ২৭ জন ভোটার ভোট দিতে পারেননি৷ ওই বুথে প্রিসাইডিং অফিসার বলে দেন ওই ২৭ জনের ভোটার তালিকায় নাম নেই৷ এ নিয়ে চ্যালেঞ্জ জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ৷ তিনি বলেন নির্বাচন কমিশন প্রার্থীকে যে তালিকা দিয়েছে তার সঙ্গে ওই তালিকার মিল নেই৷ এর পর মন্ত্রী ধর্নায় বসে গেলে প্রিসাইডিং অফিসার এসে ক্ষমা চেয়ে নেন৷ পরে ওই ভোটারদের ভোট গ্রহণ নিশ্চিত করা হয়৷ এদিন মন্তেশ্বরের একটি বুথে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এর সঙ্গে একদল তৃণমূল সমর্থকদের বচসা হয়৷ তার গাডি়র কাঁচ ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়৷ তবে তৃণমূল কংগ্রেসও পাল্টা অভিযোগ আনে বিজেপির বিরুদ্ধে৷ ভোটের দিনও গলসিতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কোন্দল কমেনি৷ দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি৷
    অন্যদিকে এদিন শহর এলাকায় দোকানপাট খোলা থাকলেও ক্রেতাদের দেখা মেলেনি৷ গ্রাম এলাকায় আবার বেশির ক্ষেত্রেই দোকান বাজার হাট বন্ধ৷ চাষের জমিতেও বড়ো একটা লোকজনের দেখা মেলেনি৷ মেমারি, মন্তেশ্বর, জামালপুর, কালনা, পূর্বস্থলী একই চিত্র৷ তারই মধ্যে অবশ্য জেলার খন্ডঘোষ বিধানসভা এলাকায় এদিনের ভোট হয়নি৷ ওই বিধানসভা এলাকা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা আসনের মধ্যে পডে়ছে৷ ওই বিধানসভা এলাকার ভোট ২৫ মে৷ ফলে এদিন খন্ডঘোষের বিভিন্ন এলাকায় প্রচারও চলে রাজনৈতিক দলের পক্ষ থেকে৷
    সকালে জামালপুরের সাহাসানপুরের একটি বুথে তৃণমূল বিরোধী এজেন্ট না থাকায় অতি সক্রিয় হতে দেখা যায় বাহিনীকে৷ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান এর অভিযোগ তারা অন্য দলকে প্রভাবিত করার চেষ্টা চালায়৷ এমনকি আঙ্গুলে কালির ছাপ পর্যন্ত দিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)