• পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই জীবনকৃষ্ণকে জামিন দিল সুপ্রিম কোর্ট...
    আজকাল | ১৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের মধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মঙ্গলবার তাঁর জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৩ মাস জেলে থাকার পর জামিন পেলেন তিনি। ২০২৩ সালের এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন জীবনকৃষ্ণ সাহা। গ্রেপ্তারির ছ’মাস পর তিনি জামিনের আবেদন করেন। আবেদনে তিনি জানান, জেলে বন্দি থাকলেও তদন্তে কোনো অগ্রগতি হচ্ছে না। আবেদনের ভিত্তিতে সিবিআইয়ের রিপোর্ট চেয়েছিল দেশের শীর্ষ আদালত। তারপরেও কোনো শুনানি হয়নি। অবশেষে আবেদনের সাত মাসের মাথায় জামিন পেলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জীবনকৃষ্ণ সাহা। বাড়িতে তদন্ত চলাকালীন নিজের মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন তিনি। সেই ফোন উদ্ধার করে তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু পর্যাপ্ত তথ্য না দিতে পারায় জীবনকৃষ্ণের জামিনের আবেদন সাত মাসের মাথায় মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত।
  • Link to this news (আজকাল)