• জামিনের বদলে জুটল জেল, সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি ওরফে মাম্পি দাসের জেল হেফাজত...
    আজকাল | ১৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বদলে জুটলো জেল হেফাজত। সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি ওরফে মাম্পি দাসের‌। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দেশখালির মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন। মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মাম্পি। কিন্তু তাঁর আবেদন খারিজ করে আদালত সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। একটি ভিডিওর মাধ্যমে যে অভিযোগ মাম্পির বিরুদ্ধে উঠে এসেছিল সেটা হল সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়া। সেই কাগজে ধর্ষণ বা যৌন নির্যাতনের মতো অভিযোগ লিখে থানায় জমা দেওয়া হয়। এই বিষয়ে মাম্পির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় এক মহিলা।  তাঁর অভিযোগ, তিনি এরকম কোনও অভিযোগ করেননি। তাঁর অভিযোগ ছিল কাজ না করে টাকা না পাওয়ার। এই বয়ানের বদলে লেখা হয়েছে অন্য বয়ান। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ নোটিশ দিয়ে মাম্পিকে ডেকে পাঠায়।  কিন্তু মঙ্গলবার যখন মাম্পি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তখন আদালত তাঁকে জামিন মঞ্জুর না করে জেল হেফাজতের নির্দেশ দেয়।
  • Link to this news (আজকাল)