• BCCI: নির্বাচক কমিটির পর ভারতীয় দলের আরও এক সদস্যকে ছেঁটে ফেলা হল
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: আরও একটি কড়া পদক্ষেপ নিল বিসিসিআই।

    নির্বাচক কমিটিকে সরিয়ে দেওয়ার পর এবার ভারতীয় দলের সাপোর্ট স্টাফের মধ্যে থেকে একজনকে ছেঁটে ফেলা হল। কোপ পড়ল কোহলিদের মনোবিদ প্যাডি অ্যাপ্টনের ওপর। রাহুল দ্রাবিড়ের অনুরোধে বিশ্বকাপের আগে জুলাই মাসে তাঁকে নিয়োগ করা হয়েছিল। জানিয়ে দেওয়া হল স্ট্রেন্থ অ্যান্ড মেন্টাল কন্ডিশনিং কোচকে আর রাখা হবে না। তাঁর সঙ্গে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। সেই চুক্তি পুনর্নবীকরণ করা হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় দলের সঙ্গে যোগ দেন ৫৩ বছরের কোচ। কিন্তু তাঁর কাজে খুশি নয় বোর্ড কর্তারা। ইংল্যান্ডের কাছে বিশ্রীভাবে হেরে রোহিতরা সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর অ্যাপ্টনকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের পিছনে বড় ভূমিকা ছিল তাঁর। গ্যারি কার্স্টেনের সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন তিনি। আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় দলকে সবরকম সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও বিশ্বকাপে ব্যর্থতা মেনে নিতে পারছে না বোর্ড কর্তারা। রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার সঙ্গেও আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে একাধিক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টি-২০ ক্রিকেটে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে রোহিতকে। দায়িত্ব দেওয়া হতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। বোর্ডের একের পর এক ছাঁটাই দলের খোল-নলচে বদলে ফেলার ইঙ্গিত দিচ্ছে। 
  • Link to this news (আজকাল)