• প্রণয় ভার্মা-নানক বৈঠক: ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে
    আজকাল | ১৫ মে ২০২৪
  • জয়ন্ত আচার্য, ঢাকা: মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি'র সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন।সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসা ব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পাটমন্ত্রী বলেন, ‘আমাদের পাটখাতে আরও বেশি সহযোগিতা চেয়েছি ভারতের কাছে। ৭০ থেকে ৭৫ ভাগ পাটের বীজ ভারত থেকে আমদানি করি আমরা। মানসম্মত পাটবীজ দিতে বলেছি।’ভিসার চাপ অনেক বেশি থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কখনও কখনও সেটা ওভারলোড হয়ে যায়। ওভারলোড কমাতে হলে কমপক্ষে ২ বছর সময় লাগবে।’
  • Link to this news (আজকাল)