• প্রব্রাজিকা ভাস্বরপ্রাণার জীবনাবসান
    আনন্দবাজার | ১৫ মে ২০২৪
  • প্রয়াত হলেন শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা ভাস্বরপ্রাণা। দীর্ঘ ২১ বছর তিনি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন কলেজের অধ্যক্ষা পদে ছিলেন। বয়স হয়েছিল ৮০। তিনি ক্যানসারে ভুগছিলেন।

    সারদা মঠ সূত্রের খবর, মঙ্গলবার বিদ্যাভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী বীরেশ্বরানন্দের দীক্ষিত প্রব্রাজিকা ভাস্বরপ্রাণা ১৯৭০ সালে সঙ্ঘে যোগদান করেন। প্রব্রাজিকা মোক্ষপ্রাণার কাছে ১৯৭৫ সালে ব্রহ্মচর্য ও ১৯৮০ সালে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। কর্মজীবনের প্রথম তিরিশ বছর বিদ্যাভবনের তৎকালীন অধ্যক্ষা প্রব্রাজিকা অমলপ্রাণার প্রধান সহকারী ছিলেন প্রব্রাজিকা ভাস্বরপ্রাণা। এরপরে ২০০০ সাল থেকে দীর্ঘ ২১ বছর তিনি ওই কলেজের অধ্যক্ষা ছিলেন। সঙ্ঘের মুখপত্র ‘নিবোধত’ পত্রিকা ও অন্যান্য পত্রপত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হত। তাঁর লেখা প্রবন্ধের সংকলন গ্রন্থও প্রকাশিত হয়েছে। অসাধারণ এই শিক্ষয়িত্রী ছাত্রীদের কাছের মানুষ ছিলেন।
  • Link to this news (আনন্দবাজার)