• টেস্ট কোচ থাকার অনুরোধ, সিনিয়র ক্রিকেটারদের প্রস্তাব ফেরালেন দ্রাবিড় ...
    আজকাল | ১৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের পর শেষ হয়ে যাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। নতুন কোচের খোঁজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন করতে পারবেন দ্রাবিড়ও। কিন্তু শোনা যাচ্ছে, ভারতের কোচ হিসেবে আর থাকতে চান না তিনি। তাই তাঁর আবেদন করার সম্ভাবনাই নেই। মানসিক ভাবে সেটা স্থির করে ফেলেছেন। জানা গিয়েছে, দলের কয়েকজন সিনিয়র প্লেয়ার দ্রাবিড়কে টেস্ট দলের কোচ হিসেবে আরও একবছর থাকার অনুরোধ জানিয়েছিল। কিন্তু তাঁদের প্রস্তাব ফিরিয়ে দেন দ্রাবিড়। স্পষ্ট জানিয়ে দেন, বিশ্বকাপের পর আর থাকতে আগ্রহী নয়। তিনি টেস্ট দলের কোচ হিসেবে থাকতে রাজি থাকলে, ফরম্যাট স্পেশালিস্ট কোচ খোঁজা হতো। কিন্তু আপাতত আর সেটা হচ্ছে না। সবে নতুন কোচ খোঁজা শুরু হলেও ভিভিএস লক্ষ্মণের নাম ভেসে আসছে। দ্রাবিড়ের অনুপস্থিতিতে বেশ কয়েকবার এই দায়িত্বে তাঁকে দেখা গিয়েছে। তবে হেড কোচের পদের জন্য বোর্ডের পছন্দের তালিকায় নেই তিনি। কয়েকজন বিদেশি কোচের নামও ভেসে আসছে। কয়েকদিন আগে জয় শাহ জানিয়ে দেন, বিদেশি কোচের কথাও ভাবা হতে পারে। তাঁদের মধ্যে তালিকায় আছেন স্টিফেন ফ্লেমিং এবং রিকি পন্টিং। ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন জাস্টিন ল্যাঙ্গার। পরিস্থিতি যা, তাতে এই মুহূর্তে রোহিত, কোহলিদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বিদেশিরাই। 
  • Link to this news (আজকাল)