• দিল্লির বাড়িতে রাহুলকে নিমন্ত্রণ করে খাওয়ালেন, ড্যামেজ কন্ট্রোল গোয়েঙ্কার ...
    আজকাল | ১৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেএল রাহুলের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টায় সঞ্জীব গোয়েঙ্কা। সোমবার দিল্লির বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ালেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ককে। কিন্তু তাতে কতটা ড্যামেজ কন্ট্রোল হল জানা নেই। আজ দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচন‌ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের। হারলেই প্লে অফের আশা শেষ। কিন্তু লখনউয়ের নেতার ভূমিকায় কি দেখা যাবে কেএল রাহুলকে? বর্তমান পরিবেশ অবশ্য ইতিবাচক। প্রথমে দলের সঙ্গে দিল্লি যাননি তিনি। যা বিতর্ক আরও উস্কে দেয়। তারই মধ্য ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রাহুলের স্ত্রী। আথিয়া শেঠি সেই পোস্টে লেখেন, 'ঝড়ের পর শান্ত পরিবেশ।' এই পোস্ট আবারও বিতর্কের সৃষ্টি করেছে। ঠিক কী ইঙ্গিত করেছেন রাহুলের স্ত্রী? তাহলে কি লখনউয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন রাহুল? এই বিষয়টি তখনও স্পষ্ট ছিল না। একটা সময় মঙ্গলবার নিকোলাস পুরানের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু রাহুলকে বাড়িতে ডেকে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেন গোয়েঙ্কা। দিল্লির বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ ল্যান্স ক্লুজনারকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়। দুই ক্রিকেটপ্রেমীর মধ্যে গুরুগম্ভীর আলোচনা বলে প্রসঙ্গ উড়িয়ে দেন তিনি। জানান, কেএল রাহুলের ওপর সকলের প্রত্যাশা অনেক। সেই কারণেই দলের পারফরমেন্স খারাপ হলে বহির্প্রকাশ হয়। শেষমেষ যা পরিস্থিতি তাতে দিল্লির বিরুদ্ধে রাহুলকেই নেতা হিসেবে দেখা যাবে। 
  • Link to this news (আজকাল)