• বিজেপি ছেড়ে তৃণমূ‌‌লে যোগদান এসসি মোর্চার জেলা সভাপতির
    আজকাল | ১৫ মে ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জেলা এসসি মোর্চার সভাপতি তথা বিদায়ী বিজেপি সাংসদের সর্বক্ষণের সঙ্গী নীহার মণ্ডল। বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সভার শুরুতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন নীহার। তৃণমূলে যোগ দিয়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে হিটলার বলে কটাক্ষ করেন নীহার। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে তুললেন একাধিক মারাত্বক অভিযোগ। নীহার বলেন, গত ২০১৯ সালের নির্বাচনে সব সময় সাংসদ লকেট চ্যাটার্জির সঙ্গে ছিলেন। কিন্তু ওই দলে তিনি এবং তাঁর সঙ্গী এসসি কর্মীরা বারবার লাঞ্ছিত হয়েছেন। নীহার বলেন, ‘‌আমি ছিলাম এসসি মোর্চার জেলা সভাপতি। শুরু থেকেই বিজেপি করেছি। প্রথমে বিজেপির অঞ্চল সভাপতি। তাঁর পর মণ্ডল সভাপতি, আইটি ইনচার্জ, রাজ্যের সদস্য ছিলাম। অনেক পরিশ্রম করেছি। আমার মত অনেকেই পরিশ্রম করছেন। কেউ কোনও সম্মান পাননি। লকেট বাস্তবে হিটলার। কথায় কথায় কর্মীদের লাঞ্ছনা, অসন্মান করেন।’‌ নীহারের অভিযোগ, উটিতে রিসর্ট, উত্তরাখণ্ডে তিনটি হোটেল রয়েছে লকেটের। নীহারের অভিযোগ, ভোটের জন্য দলের দেওয়া টাকা লকেট কোনও কর্মীকে দেন না। লোকসভা ভোটের জন্য দলের তরফে ১৩ কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি নীহারের। এরপরই তাঁর অভিযোগ, হিসেব করে দেখুন প্রত্যেক বুথে কর্মীদের কাছে কত টাকা করে দেওয়ার কথা। কিন্তু কর্মীদের কোনও টাকা তিনি দেননি। তাঁর অভিযোগ, লকেট চ্যাটার্জি চন্দননগরের একটি গুণ্ডাকে দলে যোগদান করিয়েছে। তার মাধ্যমে একশো সশস্ত্র গুণ্ডাকে ভোটের আগে এই লোকসভা কেন্দ্রে ঢোকানো হয়েছে। নীহারের আবেদন, দয়া করে কেউ লকেট চ্যাটার্জিকে ভোট দেবেন না।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)