• স্বস্তির আবহাওয়া উধাও, দক্ষিণবঙ্গে ফের ৪০ ডিগ্রি পেরোবে তাপমাত্রা ...
    আজকাল | ১৫ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহে টানা ঝড়বৃষ্টি দাবদাহ থেকে স্বস্তি দিয়েছিল। চলতি সপ্তাহ থেকে ফের গলদঘর্ম দশা ফিরতে চলছে। আবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সপ্তাহান্তে ফের ৪০ ডিগ্রি পেরোবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। সন্ধের দিকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে। কোথাও কোথাও ৪২ ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে।অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • Link to this news (আজকাল)