• আজ CUET UG Exam 2024, পরীক্ষা হলে দু'টি জিনিস নিয়ে যেতে একদম ভুলবেন না
    আজ তক | ১৫ মে ২০২৪
  • এবারের, CUET UG হাইব্রিড মোডে পেন অ্যান্ড পেপার মোডে 15টি বিষয় এবং কম্পিউটার মোডে 48টি বিষয় রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, 261টি কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য এবার 13.4 লক্ষেরও বেশি পরীক্ষার্থী প্রবেশিকা পরীক্ষার রেজিস্ট্রেশন করেছেন।

    এই জিনিসগুলি নিয়ে যেতে ভুলবেন না

    আজ কোন কোন বিষয়ের পরীক্ষা?
    রসায়ন -306টি, জীববিজ্ঞান - 304টি, ইংরেজি - 101টি এবং জেনারেল টেস্ট - 501টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে।CUET UG 2024: দিল্লিতে চুয়েট ইউজি স্থগিত করা হল কেন?
    এনটিএ-র দাবি, এর পিছনে কারণ হল, লোকবলের অভাব। লোকসভা নির্বাচনের কারণে কর্মীরা ভোটের ডিউটিতে আছেন। সেই কারণে সমস্যা। সেই কারণেই ১৫ মে-এর পরিবর্তে আগামী ২৯ মে পরীক্ষা নেওয়া হবে।
  • Link to this news (আজ তক)