• হেড কোচ হিসেবে ফ্লেমিংকে চাইছে বোর্ড, প্রসঙ্গ উড়িয়ে দিল সিএসকে...
    আজকাল | ১৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে স্টিফেন ফ্লেমিংকে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। বর্তমানে চেন্নাই সুপার কিংসের কোচ ফ্লেমিং। তাঁর কোচিংয়ে পাঁচবার আইপিএল জিতেছে ধোনিরা। তাঁর পেডিগ্রি এবং ম্যান ম্যানেজমেন্ট দক্ষতায় মুগ্ধ বোর্ড কর্তারা। সেই কারণেই ফ্লেমিংয়ের কথা ভাবা হচ্ছে। কিন্তু এই সম্ভাবনাকে গুজব বলে উড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। ফ্র্যাঞ্চাইজির সিইও কাশি বিশ্বনাথ জানান, এই বিষয়ে ফ্লেমিং তাঁর সঙ্গে কোনও আলোচনাই করেনি। তিনি বলেন, 'আমি এখনও পর্যন্ত এমন কিছু শুনিনি। এই বিষয়ে স্টিফেন ফ্লেমিং আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি।' হেড কোচের জন্য যে যোগ্যতা চেয়েছে বিসিসিআই, তার সঙ্গে মানানসই ফ্লেমিং। প্রার্থীকে অন্তত ৩০টি টেস্ট বা ৫০টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অন্তত দু'বছর টেস্ট খেলিয়ে দেশের কোচের দায়িত্বে থাকতে হবে। বা তিন বছর কোনও আইপিএলের দল, প্রথম শ্রেণীর দল বা জাতীয় এ দলের দায়িত্বে থাকতে হবে। একইসঙ্গে বিসিসিআইয়ের লেভেল ৩ সার্টিফিকেট থাকতে হবে। বয়স ৬০ বছরের নীচে হতে হবে। প্রার্থীর অভিজ্ঞতার ওপর নির্ভর করবে তাঁর বেতন। একইসঙ্গে তারকাদের সামলানোর দক্ষতা থাকতে হবে। ফ্লেমিং ছাড়াও ভিভিএস লক্ষ্মণ, রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারের নাম ভাসছে। যদিও বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, লক্ষ্মণ এই পোস্টের জন্য আবেদন করবে না। 
  • Link to this news (আজকাল)