• রোহিত বড় মঞ্চের প্লেয়ার, বিশ্বকাপে ভারত অধিনায়কের ফর্ম নিয়ে আশাবাদী সৌরভ ...
    আজকাল | ১৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা। শুরুটা ভাল করলেও যত দিন এগিয়েছে, ফর্ম হারিয়েছেন। ১৩ ম্যাচে তাঁর রান ৩৪৯। গড় ২৯। স্ট্রাইক রেট ১৪৫। রোহিতের খারাপ ফর্ম প্রভাব ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে। ১৩ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে প্রথম দল হিসেবে প্লে অফ থেকে ছিটকে যায় মুম্বই। টি-২০ বিশ্বকাপের প্রাক্কালে রোহিতের এই ফর্ম চিন্তায় ফেলেছে ফ্যানদের। কিন্তু ভারত অধিনায়কের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন, রোহিত বড় ম্যাচের প্লেয়ার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের মতো ইভেন্টে ফর্মে ফিরবেন। হিটম্যানের ওপর পূর্ণ আস্থা রয়েছে প্রাক্তন বোর্ড সভাপতির। সৌরভ বলেন, 'ভারতীয় দল শক্তিশালী। রোহিত বিশ্বকাপে ভাল খেলবে। ও বড় টুর্নামেন্টে ভাল খেলে। বড় মঞ্চে আবার নিজের চেনা ছন্দে ফিরবে।' প্রসঙ্গত, দু'বছর আগে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর পরের এক বছর এই ফরম্যাটে কোনও ম্যাচ খেলেননি রোহিত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে বিভিন্ন টি-২০ সিরিজ খেলে ভারত। আবার আফগানিস্তান সিরিজে ফিরিয়ে আনা হয় রোহিতকে। তার আগেই অবশ্য টি-২০ বিশ্বকাপে তাঁকেই অধিনায়ক ঘোষণা করেন জয় শাহ। 
  • Link to this news (আজকাল)