• আদিবাসী মহিলাদের জন্য শৌচালয় তৈরি কলকাতার দুই বোনের
    আজকাল | ১৬ মে ২০২৪
  • তীর্থঙ্কর দাস: মহিলাদের চেয়ে শৌচাগারের মূল্য সম্ভবত কেউ বোঝে না। শহরজুড়ে নারী পুরুষদের জন্য শৌচালয় থাকলেও গ্রামে তার দেখা মেলা ভার। যেখানে শহরের শৌচালয়গুলি অত্যাধুনিক এবং অভিনব সেখানে দাঁড়িয়েও থেকে গ্রামে বানানো শৌচালয়ের অবস্থা বেহাল। শৌচকর্মের জন্য মা বোনেদের ছুটতে হয় মাঠে-ঘাটে কিংবা পুকুর পাড়ে। শ্রমিকের কাজ করে পরিবারের মুখে দুবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হয় যেখানে বাড়ির পুরুষদের সেই জায়গায় শৌচালয় তৈরি করাটা বিলাসিতা মাত্র। শৌচালয় না থাকায় রীতিমতো অসুবিধের মুখে পড়তে হয় গ্রামের মা-বোনেদের। তাদের কথা ভেবেই কলকাতার দুই বোন বীরভূমের আদিবাসী গ্রামে তৈরি করেছে শৌচালয়। মিত্রবিন্দা ঘোষ এবং মহুয়া মেনন বীরভূমের মুর্গাবনি আদিবাসী গ্রামে নিজেদের খরচায় তৈরি করেছে দুটি শৌচালয়। এই প্রজেক্টের নাম ' বিয়ন্ড দ্য বাউন্ডারি'। আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে মিত্রবিন্দা জানিয়েছেন, বছরখানেক আগে কাজের সূত্রে ওই আদিবাসী গ্রামে গিয়েছিলেন তিনি। সেখানে মহিলাদের অবস্থা দেখে রীতিমত হতাশ হয়ে পড়েছিলেন। গ্রামে শৌচালয় না থাকায় দিনে দুপুরে রাতে অসুবিধের মুখে পড়তে হতো সে গ্রামের মহিলাদের। অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখে মিত্রবিন্দা শৌচাগার বানানোর কথা ভাবেন। মহৎ এই কাজে সঙ্গী ছিল তার বোন মহুয়া। শুধু শৌচালয় বানানোতেই থেমে থাকেননি এই দুই বোন। বিনামূল্যে গ্রামের মহিলাদের প্রতি মাসে স্যানিটারি প্যাড বিলি করেন মিত্রবিন্দা এবং তার পুরো দল। মহিলা হিসেবে মিত্রবিন্দার ইচ্ছে বীরভূমের আরও একাধিক আদিবাসী গ্রামে শৌচাগার বানানোর
  • Link to this news (আজকাল)