• SNU: এস এন ইউ-বিসিসিআই যৌথ উদ্যোগে জার্মান কোর্স
    আজকাল | ১৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এবার পড়ানো হবে জার্মান ভাষা। এই কাজে তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রযুক্তি, শিক্ষা সহ বেশ কয়েকটি বিষয়ে জার্মানির সঙ্গে সহযোগিতা চুক্তি আছে ভারতের। এই বিষয়টিকে মাথায় রেখে বিসিসিআই এস এন ইউ যৌথ উদ্যোগ। আগামী দিনে ব্যবসা, পর্যটন এবং শিক্ষাক্ষেত্রে এই পদক্ষেপ পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এবিষয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। ৯মে থেকে শুরু হওয়া সপ্তাহান্তের এই কোর্সটির খরচও সকলের নাগালের মধ্যেই থাকছে। গোটা বিষয়ে দায়িত্বে থাকবেন সৃজা রায়, এস এন ইউ-র স্কুল অফ ইন্টারন্যাশনালে ল্যাঙ্গুয়েজেস-এ জার্মান শিক্ষিকা। জার্মান ভাষায় লেখা, বলা, বোঝা সবেতেই জোর দেওয়া হবে এই কোর্সে। শিক্ষা শেষে বিসিসিআই এবং এস এন ইউ-র পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
  • Link to this news (আজকাল)