আজকাল ওয়েবডেস্ক : কেন্দ্রে সরকার গড়বে তৃণমূল সমর্থিত জোট ‘ইন্ডিয়া’ই। জামিন পাওয়ার পরের দিন আদালতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক তথা নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে অন্যতম অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা। বুধবার জামিন পরবর্তী প্রক্রিয়ার জন্য আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয় জীবনকৃষ্ণকে। সেখান থেকেই ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে জামিন হলেও এখনও মুক্তি পাননি তিনি। বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাঁকে যেতে হচ্ছে। প্রক্রিয়া মিটলে জেল থেকে বেরোতে পারবেন। বুধবার জামিন পরবর্তী তেমনই কিছু প্রক্রিয়ার জন্য তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তিনি বলেন, ‘ভোট ভাল হয়েছে। রাজ্যে ৪২টি আসনই পাবে তৃণমূল।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রে আমরাই সরকার গড়ব। আমাদের সরকার হবে। আমি আজ মুক্তি পেলে কাল থেকেই দলের কাজ শুরু করে দেব।’