আজকাল ওয়েবডেস্ক: মেট্রোয় আবার মরণ ঝাঁপ। আত্মহত্যা এক যুবকের। যার জেরে অফিস টাইমে বিঘ্নিত হল যাত্রী পরিষেবা। জানা গেছে, বুধবার সকাল ১১ টা ৩৮ মিনিট নাগাদ বিক্রম সাউ নামে এক যাত্রী নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে লাইনে ঝাঁপ দেন। যার জেরে থমকে যায় পরিষেবা। নিষ্ক্রিয় করে দেওয়া হয় পাওয়ার ব্লকগুলি। দেহ উদ্ধারের পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়। তাও প্রায় দু’ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার জেরে পরিষেবা আংশিক বন্ধ ছিল প্রায় দু’ঘণ্টা। টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে ময়দান পর্যন্ত ট্রেন চলাচল ছিল বন্ধ। বিচ্ছিন্ন ভাবে ট্রেন চলাচল করে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত।