সমকামী সম্পর্ক না মানায় বাবাকে খুন করে পুড়িয়ে বাক্সে ভরল ছেলে
দৈনিক স্টেটসম্যান | ১৬ মে ২০২৪
লখনউ, ১৫ মে? ছেলের সমকামী সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বাবা৷ ছেলের সমকামী সঙ্গীর সঙ্গে জডি়য়ে পডে়ন বচসায়, রাগে চড় মারেন৷ এই রাগেই ছেলে শুধু বাবাকে খুন করেই শান্ত হল না দেহ পুড়িয়ে বাক্সে ভরে রাখল৷
যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের মথুরা জেলার এই ঘটনায় চমকে উঠেছে মানুষজন৷ বছর পঞ্চান্নর মোহনলাল শর্মা পেশায় ছিলেন ট্যাক্সিচালক৷ তাঁর ২৩ বছরের ছেলে অজিতের সঙ্গে সম্পর্কে জড়ায় বছর কুডি়র কৃষ্ণ ভর্মা৷ পাঁচ বছর ধরে প্রেমের বন্ধনে আবদ্ধ তারা৷ এমনকী অজিতকে মনে মনে স্বামী হিসেবেই মেনে নিয়েছিল কৃষ্ণ৷ ফলে মোহনলালের আপত্তি সত্ত্বেও অজিতকে ছাড়তে রাজি হয়নি সে৷ আর এতেই অশাস্তি চরমে পৌঁছায়৷ কৃষ্ণ এবং লোকেশ ও দীপক নামের আরও দুই বন্ধকে সঙ্গে নিয়ে বাবাকে খুনের ছক কষে অজিত৷ এর পর বেলচা দিয়ে মোহনলালকে খুন করে চারজন মিলে তাঁর দেহ প্রথমে খাটের নিচে লুকিয়ে রাখে৷ পরে তা বাক্সে ভরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়৷ ঘটনার তদন্তে নেমে গত ৪ মে আর্য গ্রাম থেকে মোহনলালের আধপোড়া দেহ উদ্ধার করে পুলিশ৷ এর পর গত সোমবার চারজনকেই পাকড়াও করতে সফল হয় পুলিশ৷ তবে অভিযুক্তদের মধ্যে দুজন পালানোর চেষ্টা করলে পুলিশি এনকাউন্টারে আহত হয়৷