• এবার কানপুর, ১০টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি
    দৈনিক স্টেটসম্যান | ১৬ মে ২০২৪
  • লখনউ, ১৫ মে? দিল্লি, আহমেদাবাদের পর কানপুর৷ একই পদ্ধতিতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পাঠানো হল শহরের ১০টি স্কুলে৷ বুধবার সেখানকার অন্তত দশটি স্কুল বোমা মেরে উডি়য়ে দেওয়ার হুমকি ইমেল ঘিরে তুঙ্গে উত্তেজনা৷ দাবি, ওই হুমকি মেল পাঠানো হয়েছে রুশ সার্ভার থেকে৷ ঠিক যেমন কয়েকদিন আগে দিল্লি ও আহমেদাবাদের স্কুলে ইমেল পাঠানো হয়েছিল বোমার হুমকি দিয়ে৷
    ইতিমধ্যেই স্কুলগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ সম্প্রতি দিল্লি, নয়ডা, জয়পুর, লখনউ ও আহমেদাবাদের বিভিন্ন স্কুলেও একই রকম হুমকি ইমেল ঘিরে উত্তেজনা ছডি়য়েছিল৷ গত ১ মে দিল্লির ১০০টি, নয়ডার দুটি ও লখনউয়ের একটি স্কুলে হুমকি মেল পাঠানো হয় স্কুলে বোমা রাখা আছে বলে দাবি করে৷ দ্রুত খালি করে দেওয়া স্কুলগুলো৷ কিন্ত্ত সন্দেহজনক কিছুই মেলেনি তল্লাশি চালিয়ে৷ তার পর থেকে লাগাতার বিভিন্ন শহরে এভাবেই হুমকি দেওয়া হয়েছে৷ এমনকী, তিন দিন আগে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ও দশটি হাসপাতাল ওড়ানোর হুমকি দেওয়া হয়েছিল৷ পরে দিল্লি পুলিশ জানিয়েছিল, এটা পুরোপুরি গুজব৷ কোন দুষ্কৃতী এর পিছনে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)