• শীর্ষ আদালতের আদেশে জামিন নিউজক্লিকের প্রতিষ্ঠাতার
    দৈনিক স্টেটসম্যান | ১৬ মে ২০২৪
  • গ্রেফতারির পেছনে ভিত্তিহীন অভিযোগ জানিয়ে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ বুধবার অবিলম্বে তাঁর মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ দেশের শীর্ষ আদালতের এই আদেশে বড়সড় স্বস্তিতে নিউজক্লিক সংস্থার এডিটর প্রবীর পুরকায়স্থ৷ তবে অন্যদিকে মুখ পুড়ল বিজেপি সরকারের৷
    উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর চিনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয় প্রবীরকে৷ পাশাপাশি বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনেও অভিযুক্ত করা হয়েছিল তাঁকে৷ প্রবীর পুরকায়স্থের সঙ্গে গ্রেপ্তার করা হয় সংস্থার এইচআর অমিত চক্রবর্তীকেও৷ তিহাড় জেলে বন্দি ছিলেন তাঁরা৷ ইডির দেওয়া তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশ আদালতে দাবি করে নিউজক্লিক কর্তৃপক্ষ টাকার বিনিময়ে চিনের হয়ে ভারতের স্বার্থবিরোধী লেখাপত্র ছেপেছে৷ যদিও নিউজক্লিক গোষ্ঠী এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে৷ প্রবীর পুরকায়স্থ নিউজক্লিকের মালিক ও সম্পাদক৷
    এদিন সুপ্রিম কোর্ট বলেছে, প্রবীর পুরকায়স্থকে হেফাজতে নেওয়ার আগে পুলিশ তাঁকে বা তাঁর আইনজীবীর কাছে গ্রেফতারের কারণ জানায়নি৷ কেন ইউএপিএ-র মতো একটি কঠোর আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাও স্পষ্ট নয়৷ প্রবীর পুরকায়স্থের জামিন মঞ্জুর হলেও অমিত চক্রবর্তীর মুক্তির বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ প্রবীরবাবুর আইনজীবীকে এবার সুপ্রিম কোর্টের আদেশের কপি নিয়ে নিম্ন আদালতে পেশ করে সেখান থেকে জামিন নিতে হবে৷ তবে আদালত তদন্তের উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি৷
    এদিকে, আয়কর দফতর নিউজক্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়ায় বিগত বহু মাস সংস্থার কর্মীরা বেতন পাচ্ছেন না৷ বিনা বেতনে কাজ করে চলেছেন সাংবাদিক-অসাংবাদিকেরা৷ দিল্লি পুলিশ এই ইংরিজি নিউজ পোর্টালের বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা করেছে৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)