জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুলিবিদ্ধ খোদ প্রধানমন্ত্রী!হাসপাতালে ভর্তি তিনি। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নেপথ্যে কারা? সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে স্লোভাকিয়ায়।
সংবাদমাধ্যম সূত্রের খবর, হ্যান্ডলোভা শহরে হাউজ অব কালচার নামে এক ভবনে সরকারি বৈঠক ছিল। বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এরপর বিকেলে ওই ভবনে বাইরেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে পেটে। তড়িঘড়ি প্রধানমন্ত্রীকে ভর্তি করা হাসপাতালে। কবে? আজ, বুধবার।এদিকে এই ঘটনার পর মূলতুবি হয়ে যায় পার্লামেন্টে। প্রধানমন্ত্রীর ওপর নৃশংস ও নির্মম হামলার নিন্দা করেছেন স্লোভাকিয়ায় প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা। তিনি বলেন, 'আমি হতভম্ব। আমি আশা করছি, ফিকো দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন'।