• বাঘের থাবার পর কুমিরের কামড়! কোনও মতে বেঁচে ফিরলেন...
    ২৪ ঘন্টা | ১৬ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঘের পর এবার কুমির! কোনও রকমে প্রাণে বাঁচলেন সুন্দরবনের আবদুল কুদ্দুস। শনিবার সুন্দরবনের কলাগাছী নদীতে কুমিরের আক্রমণে আহত আবদুল কুদ্দুস সোমবার লোকালয়ে ফিরলে মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। কিছুদিন আগে বাঘের কবলেও পড়েছিলেন আবদুল। 

    প্রায়ই সুন্দরবনে মধু সংগ্রহে, কাঁকড়া ধরতে যায় কুদ্দুস। খানিকটা বিপদ মাথায় করেই। এদিন আবদুল কুদ্দুসের ছোট ভাই আবদুল হালিম জানান, ২৮ মে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু সংগ্রহের পাস নিয়ে তাঁরা ছয় জন সুন্দরবনে যান। বিভিন্ন এলাকায় মুধ সংগ্রহ করতে করতে শুক্রবার সন্ধ্যার দিকে কালাগাছী এলাকায় আসেন। ওই দিন বেলা আড়াইটার দিকে কলাগাছী নদীর চরে বসে স্নান করছিলেন তাঁর ভাই-সহ পাঁচজন। হঠাৎ কোনও কিছু বুঝে ওঠার আগে একটি কুমির আবদুস কদ্দুসকে আক্রমণ করে। স্নান করার সময় আচমকাই তাঁর বা হাত কামড়ে ধরে নদীতে টানতে টানতে নিয়ে যায় কুমির। সেই সময়ই কুদ্দুসকে নদীর মধ্যে সংঘর্ষ করতে দেখে সবাই হকচকিয়ে যান। খানিকক্ষণ পরে জলে রক্ত ভেসে উঠতে দেখেন তাঁরা।জলের উপরে লেজ দেখতে পেয়ে তাঁরা বুঝতে পারেন, কুদ্দুসকে কুমিরে ধরেছে। সঙ্গে সঙ্গে তাঁরা লাঠি, পাতিল আর নৌকার দাঁড় দিয়ে জলে জোরে জোরে মেরে শব্দ করার পাশাপাশি কুদ্দুসের দুই পা ধরে টানতে শুরু করেন। তিন-চার মিনিট এমন অবস্থা চলার পর আবদুলকে ছেড়ে নদীর গভীরে চলে যায় কুমির। পরে কুদ্দুসকে উদ্ধার করে নৌকায় নিয়ে যাওয়া হয়। 
  • Link to this news (২৪ ঘন্টা)