• 'চাকরিতে বেরিয়েই মেয়েরা ডিভোর্স বাড়িয়ে ধ্বংস করছে সমাজ'! ভাইরাল পাক ক্রিকেট তারকা
    ২৪ ঘন্টা | ১৬ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সঈদ আনোয়ার (Saeed Anwar), নয়ের দশকের শুরু থেকে ২০০০-এর গোড়ার দিক পর্যন্ত চুটিয়ে খেলেছেন। পাকিস্তানের অন্য়তম সেরা তারকা ব্য়াটার ছিলেন। ওপেনার হিসেবে দারুণ একটা মঞ্চ গড়ে দিতেন। আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্য়াট মিলিয়ে করেছেন ১২ হাজার রান। এমনকী প্রথম শ্রেণি ও লিস্ট এ মিলিয়ে তাঁর কাছে ২২ হাজারের বেশি রান। এহেন আনোয়ার এবার এমন কথা বললেন, যা রাতারাতি সমালোচনার সুনামি ডেকে আনল। আনোয়ার সাফ বলছেন যে, মেয়েরা চাকরিতে বেরিয়েই ধ্বংস করছে এই সমাজ। আনোয়ারের ভিডিয়ো ভাইরাল হয়ে গেল।আনোয়ার ভিডিয়োতে বলেছেন, 'দেখুন আমি সারা বিশ্ব ঘুরেছি। অস্ট্রেলিয়া, ইউরোপ ঘুরে সবে ফিরলাম। তরুণরা ভুগছে। পরিবার ভেঙে যাচ্ছে। কাপলরা লড়াই করছে। এমন এক খারাপ জায়গায় এসেছি আমরা, যেখানে পুরুষরা টাকার জন্য় স্ত্রীদের কাজ করাচ্ছে। নিউ জিল্য়ান্ডের ক্য়াপ্টেন কেন উইলিয়ামসন আমাকে ডেকে জিজ্ঞাসা করেছেন যে, কী করে আমাদের সমাজ ভালো হবে? অস্ট্রেলিয়ার মেয়র আমাকে বলছেন, আমাদের নারীরা কর্মক্ষেত্রে প্রবেশের পরই আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। বিগত তিন বছরে পাকিস্তানের মেয়েরা চাকরিতে বেরিয়ে, বিবাহবিচ্ছেদের হার ৩০ শতাংশ বাড়িয়েছে। নিকুচি করেছে পুরুষের। আমি নিজে রোজগার করতে পারি। আমি বাড়ি চালাতে পারি। মেয়েদের এই গেমপ্ল্য়ানেই সব শেষ হচ্ছে। প্রকৃত গাইডেন্স না পেলে আপনি এই খেলা বুঝবেন না।'পুরুষতান্ত্রিক সুরের কথা বলেই প্রবল সমালোচিত হয়েছেন আনোয়ার। সোশ্যাল মিডিয়ায় অনেকের মতেই তাঁর মতামত শুধুই সেকেলে নয়, অত্য়ান্ত ক্ষতিকরও। নারীর আর্থিক স্বাধীনতা এবং কাজ করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও অনেকে আনোয়ারকে ধুয়ে দিয়েছেন। যে যুগে নারী-পুরুষ সমান, তারা হাতে হাত মিলিয়ে চলে, সেখানে দাঁড়িয়ে আনোয়ারের এই ধরনের মন্তব্য় যে, কেউ সমর্থন করবেন না, তা বলেই দেওয়া যায়।   

     
  • Link to this news (২৪ ঘন্টা)