• রাতে 'অপহরণ' ঘিরে শোরগোল, দুপুরে মনোনয়ন প্রত্যাহার করতে জেলাশাসকের অফিসে প্রার্থী!
    ২৪ ঘন্টা | ১৬ মে ২০২৪
  • মনোজ মণ্ডল : বারাসত কেন্দ্রের নির্দল প্রার্থীর 'অপহরণ' ঘিরে শোরগোলের মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করতে জেলা শাসকের অফিসে কাকলি ঘোষ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসত কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষ ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে গভীর রাতে অপহরণের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার নির্দল প্রার্থী হিসেবে বারাসত কেন্দ্রে নমিনেশন জমা করেন কাকলি ঘোষ। তারপরই সোজা উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বামিহাটি এলাকায় বাপের বাড়ি চলে যান। অভিযোগ তারপর মঙ্গলবার রাতেই ১০-১৫ জনের একটি দুষ্কৃতী দল নির্দল প্রার্থী কাকলি ঘোষ ও স্বামী সঞ্জীব ঘোষকে বাইকে করে তুলে নিয়ে যায়। দুজনের মোবাইল ফোনও সুইচ অফ করে দেয় এমনটাই অভিযোগ।

    এই ঘটনায় হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন নির্দল প্রার্থীর অনুগামীরা ও পরিবার। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনা তদন্তে নামে হাবরা থানার পুলিস। এরপর বুধবার দুপুরে হঠাৎই 'অপহৃত' নির্দল প্রার্থী কাকলি ঘোষ মনোনয়ন প্রত্যাহার করতে পৌঁছন জেলা শাসকের অফিসে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)