• আবার সোনা, দেশের মাটিতে নেমেই ফেড কাপে সাফল্য পেলেন নীরজ...
    আজকাল | ১৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাশা ছিল‌ই। শুধু সময়ের অপেক্ষা ছিল। তিন বছর পর দেশের মাটিতে নেমেই সোনা জিতলেন নীরজ চোপড়া। মরশুমের শুরুতেই তুলে নিলেন প্রথম স্বর্ণপদক। দোহায় ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হতে পারেননি। দ্বিতীয় স্থানে শেষ করেন। ৮৮.৩৬ মিটার বর্ষা ছুড়েছিলেন। মাত্র ২ সেন্টিমিটারের জন্য জাকুব ভালদেচের কাছে সোনা খোয়ান। ভুবনেশ্বরে সরাসরি ফাইনাল রাউন্ডে নামার অনুমতি পান নীরজ চোপড়া এবং কিশোর জেনা। নেমেই সোনা জিতে নিলেন। যদিও এদিন ফেডারেশন কাপের শুরুটা ভাল হয়নি নীরজের। তৃতীয় থ্রো পর্যন্ত শীর্ষস্থান দখলে রাখেন ডিপি মুনু। নীরজ দ্বিতীয় স্থানে ছিলেন। চতুর্থ থ্রোয়ে ৮২.২৭ মিটার বর্ষা ছোড়েন। সোনা জেতার জন্য যা যথেষ্ট ছিল। শেষবার এই ফেড কাপেই ভারতের মাটিতে নেমেছিলেন। এদিন আবার একই টুর্নামেন্টে নেমেই সাফল্য পেলেন। সোনা জয় যেন অভ্যাসে বদলে ফেলছেন নীরজ। অলিম্পিকের প্রস্তুতি হিসেবে ফেড কাপে নেমেছিলেন ভারতের দুই জ্যাভলিন থ্রোয়ার। প্যারিসের মহড়া সেরে নেওয়াই লক্ষ্য ছিল। তাতে নীরজ সফল হলেও, হতাশ করলেন জেনা। তিনিও সরাসরি এদিন ফাইনালে নামেন। ডায়মন্ড লিগের পর আবার ফেডারেশন কাপে সঙ্গী ব্যর্থতা। এদিন নজর কাড়তে পারেননি জেনা। 
  • Link to this news (আজকাল)