• টানা চার ম্যাচে হার, ভাগ্য ঝুলে রইল রাজস্থানের
    আজকাল | ১৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুতে পরপর জয়ে একটানা টেবিলের একনম্বরে ছিল রাজস্থান রয়্যালস। মনে হয়েছিল অনায়াসেই প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করবে সঞ্জু স্যামসনরা। কিন্তু টানা চার হারে ভাগ্য ঝুলে রইল রাজস্থানের। মিলল না প্লে অফের টিকিট। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখনও দু'নম্বরে থাকলেও তাঁদের ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারাল পাঞ্জাব কিংস। পঁচা শামুকে পা কাটল সঞ্জুদের। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৪ রান করে রাজস্থান। জবাবে ৭ বল বাকি থাকতে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় পাঞ্জাব। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সঞ্জু। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়। জস বাটলার দেশে ফিরে যাওয়ার পর সমস্যায় পড়েছে রাজস্থানের ব্যাটিং। একমাত্র রিয়ান পরাগ ছাড়া কেউ ফর্মে নেই। এদিনও দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। ৩৪ বলে ৪৮ রান করেন রিয়ান। রান পাননি যশস্বী জয়েসওয়াল (৪) এবং সঞ্জু স্যামসন (১৮)। পাঁচ নম্বরে নেমে গুরুত্বপূর্ণ ২৮ রান যোগ করেন রবিচন্দ্রন অশ্বিন। পিচ মন্থর থাকলেও অন্তত ১৬০-১৭০ রান তোলা উচিত ছিল রাজস্থানের। এটাই শেষপর্যন্ত পার্থক্য গড়ে দেয়। রান তাড়া করতে নেমে ফের বিপর্যয়ের মুখে পড়ে পাঞ্জাব। টপ অর্ডার ব্যর্থ। ৪৮ রানে ৪ উইকেট হারায়। পঞ্চম উইকেটে ৬৩ রান যোগ করেন স্যাম কারন এবং জিতেশ শর্মা। একার হাতেই দলকে জেতান পাঞ্জাবের অধিনায়ক। ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের অলরাউন্ডার। ইনিংসে ছিল ৩টি ছয়, ৫টি চার। শেষদিকে দ্রুত ১৭ রান তোলেন আশুতোষ। বল হাতে রাজস্থান শুরুটা ভাল করলেও, শেষ তিন ওভারে খেই হারায়। প্লে অফে যেতে গ্রুপের শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে রাজস্থানের। সঞ্জুরা শেষ ম্যাচেও হারলে, হায়দরাবাদ, চেন্নাইয়ের ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। 
  • Link to this news (আজকাল)