• ‌ইজরায়েল–বিরোধী বিক্ষোভকারীদের দখলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভবন...
    আজকাল | ১৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশের আরভিন শহরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবন ইজরায়েল–বিরোধী বিক্ষোভকারীদের দখলে গেল। বুধবার বিক্ষোভকারীরা ভবনটি ঘেরাও করে দখলে নেয়। তবে পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনার জেরে বাতিল করা হয় ক্লাস। আরভিন পুলিশের এক মুখপাত্র জানান, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেউ আহতও হননি। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল নিউইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম ইজরায়েল–বিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর একাধিক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। এরই মধ্যে ইউরোপ সহ ১২টি দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ইজরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করুক এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিক। 
  • Link to this news (আজকাল)